আইশ্যাডো মেয়েদের চোখের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।মেয়েদের মেকআপ কিট এ আইশ্যাডো থাকবেনা তা কি করে হয় ।
কিন্তু অনেক সময় আইশ্যাডো প্লেট গুলো ভেঙে যায়। টুকরো টুকরো হয়ে যায়।তো সেগুলো ফেলে না দিয়ে আমরা পুনোরায় ব্যবহার করতে পারি।
দেখে নি এমন কি কি পদ্ধতিতে আমরা ভেঙে যাওয়া পুরোনো আইশ্যাডো প্লেট ব্যবহার করতে পারি।
নেলপলিশ তৈরী
আইশ্যাডো ব্যবহার করে আমরা বেশ কিছু রঙের নেলপলিশ বানাতে পারি।যেই রং গুলি বাজারেও পাওয়া যায়না।সর্বপ্রথম বাজার থেকে ক্লিয়ার নেলপলিশ নিয়ে আসুন।তারপর আপনার ভাঙা আইশ্যাডো কে গুঁড়ো গুঁড়ো করে নিন।এবং সেটি ওই ক্লিয়ার নেলপলিশ এর মধ্যে মিশিয়ে দিন নিজের পছন্দের রং টি।এবং সেক করুন।এই মিশ্রণ টি এবার সুন্দর রঙের নেলপলিশ এ পরিণত হবে।
ছবি আঁকা
আপনার যদি ছবি আঁকার শখ থেকে থাকে তাহলে আপনার পুরোনো ভাঙা আইশ্যাডো দিয়েই তৈরি হয়ে যাবে রং ।শুধুমাত্র পুরোনো আইশ্যাডো র সাথে সামান্য গ্লু মিশিয়ে নিন।তৈরি হয়ে যাবে স্পারকেল পেন্ট।।



Comments
Post a Comment